বসন্ত উৎসব ঘিরে মালদার হরিশচন্দ্রপুরে পিপলা কলেজে ছাত্রদের বিক্ষোভ

5th March 2020 মালদা
বসন্ত উৎসব ঘিরে মালদার হরিশচন্দ্রপুরে পিপলা কলেজে ছাত্রদের বিক্ষোভ


বসন্ত উৎসব কে কেন্দ্র করে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর কলেজে বিক্ষোভের দানা বাঁধলো। এই ছাত্র বিক্ষোভের জেরে আজ স্থগিত হয়ে গেল এডমিশন প্রক্রিয়া। হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্র-ছাত্রীদের অভিযোগ আগামী শনিবার তারা বসন্ত উৎসব করতে চেয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে পারমিশন চায় কিন্তু বিভিন্ন টালবাহানার পর আজ কলেজ কর্তৃপক্ষ জানায় তারা এই পারমিশন দেওয়ার অধিকারী নয়। এই পারমিশন দিতে পারবে একমাত্র মহকুমা শাসক। যেহেতু উনি এই কলেজের প্রশাসক তাই উনি একমাত্র বসন্ত উৎসবের পারমিশন দেওয়ার অধিকারী। এই কথা শোনা মাত্রই উপস্থিত কলেজের ছাত্র-ছাত্রীরা ক্লাস বয়কটের সিদ্ধান্ত নেয়। তারা কলেজের মেন গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। জেরে বন্ধ হয়ে যায় কলেজের ভর্তি প্রক্রিয়া।

হরিশ্চন্দ্রপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মনীষা পাশওয়ান জানান আমরা দীর্ঘদিন থেকে কলেজে বসন্ত উৎসব করার পরিকল্পনা করে আসছি কিন্তু এখন জানতে পেলাম এই উৎসব করার পারমিশন পাওয়া যাবে না। এই নিয়ে আমরা কলেজে প্রতিবাদে সোচ্চার হয়েছে। এছাড়াও কলেজে কোর্সের জন্য চাঁদা নেওয়া হলেও বিগত কয়েক বছর থেকে কলেজে স্পোর্টস হচ্ছে না এছাড়া কলেজের লাইব্রেরী পরিকাঠামো দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে। বার বার বলেও কোন কাজ হচ্ছে না। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের অবজারভার দুর্জয় দাস জানালেন আজ আমরা তিনটে ইস্যুতে কলেজে বিক্ষোভ দেখাচ্ছি। এবং ক্লাস বয়কট করেছি।আমরা শনিবার বসন্ত উৎসব করতে চেয়েছিলাম কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছে এখন তারা এই অনুষ্ঠানের পারমিশন দেবেন না। আমরা সমস্ত আয়োজন করার পরে এখন উৎসব করার পারমিশন পাচ্ছিনা। দীর্ঘদিন থেকে কলেজের খেলা হচ্ছে না। লাইব্রেরী পরিকাঠামো দিনদিন বেহাল হয়ে যাচ্ছে।এর প্রতিবাদে আজ আমরা ক্লাস বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। এ প্রসঙ্গে কলেজের লেকচারার ভূপেন ঘিমিরে জানান কলেজের অ্যাডমিনিস্ট্রেটর মহকুমাশাসক। তাই এ ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন।





Others News